নিজস্ব প্রতিবেদন : পশ্চিম বাংলায় হিংসার রাজনীতি করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করবে বিজেপি। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে একথা বললেন কৈলাস বিজয়বর্গীয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন দুপুরের বিমানে ইন্দোরে উড়ে যান কৈলাস বিজয়বর্গীয়। ফিরবেন আজ রাতেই। তার আগেই বিমানবন্দরে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় ক্ষোভ উগর দেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে। তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। বলেন, এরাজ্যে হিংসার রাজনীতি চলছে। গণতন্ত্রের গলা চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে পথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।


পাশাপাশি, এনআরসি নিয়েও নিজের মত জানান তিনি। আজ অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ১৯ লাখ মানুষের নাম। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিজয়বর্গীয় বলেন, এনআরসি-তে যাঁদের নাম বাদ গিয়েছে, অথচ তাঁরা ভারতীয়, তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু যাঁরা ভারতীয় নন বহিরাগত, সেই বিষয়টাও গুরুত্ব দিয়ে দেখা হবে।


আরও পড়ুন, সংগঠনের শক্তিবৃদ্ধির নীতি নির্ধারণে ৪ দিনের সফরে কলকাতায় মোহন ভগবৎ


আরও বলেন, শুধু অসম নয়, পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই এনআরসি চালু হবে বলে সাফ জানান তিনি। বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন দুর্গাপুজোয় ক্লাবগুলোকে রাজ্য সরকারের টাকা দেওয়াকেও কটাক্ষ করেন তিনি। বলেন, "মুসলিম তোষণ নীতি নিয়ে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই দুর্গাপুজোয় ক্লাবগুলোকে টাকা দিচ্ছে।"