নিজস্ব প্রতিবেদন: 'গদ্দার' শুভেন্দু অধিকারীই হলেন 'ভাই'। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার পর ফের দলের প্রতি অভিমান ঝরে পড়ল কল্যাণের গলায়।  শ্রীরামপুরের সাংসদ বলেন,''শুভেন্দু রাগ করিস না ভাই। অনেক কথা বলে ফেলেছি। আর রাগ করিস না। কখন কোন দিন তুইও চলে আসবি। তার তো ঠিক নেই!''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজীব তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি কল্যাণ। সেদিনই তিনি বলেছিলেন,''মমতাদি নির্বাচনের সভায় ডোমজুড়ে বলেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিন-চারটে বাড়ি আছে গড়িয়াহাটে। টাকার লেনদেন দুবাইয়ে। তা সত্ত্বেও কেন তাঁকে নেওয়া হল সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের কর্মীদের মনে আঘাত দিয়ে বিশ্বাসঘাতকদের দলে ফেরত নেওয়া হবে না। আমিও দলের কর্মী ও সাংসদ। তৃণমূলে থাকতে হলে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে হবে। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোককে কেন যোগদান করানো হল?''       


সেই অভিমানের পুনরাবৃত্তি হল মঙ্গলবার। কালীপুজোর উদ্বোধনে গিয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন,''যাঁদের সম্পর্কে সমালোচনা করেছিলাম আমি তাঁদের সবাইকে বলছি কেউ রাগ করিস না ভাই। তখন তোরা তৃণমূলের বিরুদ্ধে গিয়েছিলিস তাই বলেছিলাম। আবার কখন কোন দিন চলে এসে আমার চেয়েও তৃণমূলের কাছে হয়ে যাবি তোরা।''


এ দিন আবার গানে গানেও 'দলবদলু'দের কটাক্ষ করেছেন কল্যাণ। তাঁর কথায়,''এপার-ওপার কোন পাড়ে জানি না। আমি দুই নদীতেই নাচি। তৃণমূলেও নাচছি, বিজেপিতেও নাচছি।''   


আরও পড়ুন- দেখব জনতা বিরোধী দলের অযোগ্য নেতারা ২০২৪ সালে কত আসন জিততে পারে: Babul


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)