চূড়ান্ত ফলে অসামঞ্জস্যের অভিযোগে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা BJP প্রার্থীর
নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: পুনর্গণনার আর্জিতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) শরণাপন্ন হলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে ঘোষণা হয়নি।
কল্যাণ চৌবে Kalyan Chaubey) জানান,'মানিকতলা কেন্দ্রে ৩,৩৬৩ ভোটে এগিয়ে থাকতে দেখেছিলাম তৃণমুল প্রার্থীকে। অথচ চূড়ান্ত ফলে ২০ হাজারের কাছাকাছি ভোটে জিতে গেলেন তিনি। এমন অসামঞ্জস্য কীভাবে হল?' গত ৫ মে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গণনা সংক্রান্ত নথিপত্তর সংরক্ষণের আর্জি করেছিলেন কল্যাণ Kalyan Chaubey)। এরপর হাইকোর্টে মামলা করলেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। সংবাদ সংস্থা এএনআই-কে বিজেপি প্রার্থী বলেন,'হাইকোর্টে আমি পুনর্গণনার দাবিতে মামলা করেছি। ৮ জন বিজেপি প্রার্থী পুনর্গণনা চেয়েছেন। এর মধ্যে সোমবার দু'টি মামলার শুনানি।'
নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফল ঘোষণার দিনই নন্দীগ্রামে কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি। সেদিনই আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়াও ৪ তৃণমূল প্রার্থীও আদালতে মামলা করেছেন। তাঁরা হলেন- বলরামপুরের শান্তিরাম মাহাতো, বনগাঁ দক্ষিণের আলোরানি সরকার, হুগলির গোঘাটের মানস মজুমদার এবং পূর্ব মেদিনীপুরের ময়নার সংগ্রাম কুমার দলুই। পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে ভোট প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়, টিকতেই পারলেন না অখিলেশ