নিজস্ব প্রতিবেদন: মহুয়া মৈত্রের 'দু'পয়সায় প্রেস' মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন,'উপার্জনের দু'পয়সা তোলাবাজির দু কোটির থেকে অনেক দামি।' Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'কাউকে ছোট করে কেউ বড় হতে পারেনি। ঔদ্ধত্য শেষ কথা বলে না শেষ কথা বলে বিনয়।' অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিমত, দুঃখপ্রকাশ করলে কেউ ছোট হন না। উল্টে তাঁর জায়গা মানুষের কাছে দৃঢ় হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নদিয়ার গয়েশপুরে রবিবার তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় একটি ভিডিয়োয় সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)-কে বলতে শোনা গিয়েছে, 'কে এই দু'পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা?‌ সমালোচনা সত্ত্বেও টুইট করে তিনি জানিয়ে দেন,'বেদনাদায়ক সঠিক বলার জন্য আমি ক্ষমা চাইছি।' তৃণমূল সাংসদের এমন আচরণ যে কাম্য নয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। Zee ২৪ ঘণ্টাকে টলিউডের পরিচালক বলেন,'বিষয়টা হচ্ছে কোনও পেশাই ছোট নয়। জনমুখী বা জনপ্রিয় রাজনীতির উপরে ভরসা করে রাজনীতি করেন। নীতি আদর্শের উপরে ভরসা করে রাজনীতি করেন না। তাই তাঁদের মুখ থেকে ঔদ্ধত্যের কথাবার্তা। কাউকে ছোট করে কেউ বড় হতে পারেনি। ঔদ্ধত্য শেষ কথা বলে না। শেষ কথা বলে বিনয়।'


এ দিন ফেসবুকে কমলেশ্বর পোস্ট করেছেন,'উপার্জনের 'দু পয়সা' তোলাবাজির দু কোটির থেকে অনেক দামী'। 



 


সমালোচনার পরেও মহুয়ার অনড় মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়,'ওঁর এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও পীড়াদায়ক। অসতর্ক মুহূর্তে এরকম কথা মানুষের মুখ থেকে বেরিয়ে যায়। তাঁকে সবাই মিলে মনে করিয়ে দেন, তখন তো দুঃখপ্রকাশ করা উচিত। সেটা উনি করেননি। এটা অনভিপ্রেত ওঁর মতো শিক্ষিত সচেতন জনপ্রতিনিধিদের কাছ থেকে। উনি দুঃখপ্রকাশ করে নেবেন। দুঃখপ্রকাশ করলে মানুষ তো ছোট হন না, উল্টে তাঁর জায়গা মানুষের কাছে দৃঢ় হয়।'


আরও পড়ুন- #BoycottMahuaMaitra, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাংসদকে বয়কট Zee ২৪ ঘণ্টার