নিজস্ব প্রতিবেদন: ভুয়ো নথি ও তথ্যে জালিয়াতির একের পর এক ঘটনা সামনে আসছে দেবাঞ্জনকাণ্ডে। পুরসভার লেটার প্যাড জাল করে একাধিক কর্মকাণ্ড ঘটিয়েছিল কসবায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেব। ভুয়ো কর্মকাণ্ডের জেরে ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের পড়েছে তার নামে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এক ব্যবসায়ী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বড়বাজারে দেবাঞ্জনের নামে অভিযোগ দায়ের করেন এক ইলেকট্রনিক্স দোকানের ব্যবসায়ী। জানা গিয়েছে, বিভিন্ন উচ্চপদস্ত ব্যক্তিদের সঙ্গে বিজনেস কনফারেন্সের নামে কম্পিউটার, হার্ড ডিকস, প্রজেক্টার কিনত সে। পুরসভার ভুয়ো লেটার প্যাড ও টেন্ডার নিয়ে ৮ লক্ষ টাকার এই সকল গ্যাজেটস কেনেন এই ধৃত।


আরও পড়ুন, ভুয়ো টিকাকাণ্ডে সিবিআই চেয়ে মামলা গ্রহণ হাইকোর্টের, কাল শুনানি


ব্যবসায়ীর অভিযোগ দেবাঞ্জন তার কাছ থেকে মোট ৮ লক্ষ টাকার জিনিষ কেনেন। সরকারি ও উচ্চপদস্ত কর্তা এবং ভুয়ো নথিকে আসল ভেবে তিনি দেবাঞ্জনকে প্রজেক্টর-সহ একাধিক জিনিষ দিয়ে দেন। কিন্তু এখন সত্য সামনে আসতেই পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন প্রতারিত ব্যবসায়ী, এমনটাই জানান হয়েছে।