অয়ন ঘোষাল: কসবার রাজডাঙা ইন্দুপার্ক এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি-বোমা। রাতের পর সকালেও থমথমে কসবা ইন্দু পার্ক। বসেছে পুলিস পিকেট। রাতের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৫। পুলিস জানিয়েছে, ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়। তাজা বোমাও ছোড়া হয়। সংঘর্ষের জের আহত এক। নাম রুমা সমাদ্দার। আহতের অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে মামলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাতের তাণ্ডবের চিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইন্দু পার্ক এলাকায়। বাইকের ভাঙা কাঁচ। বুলেটের ক্ষতচিহ্ন। ইতি উতি পড়ে আছে ক্লাবের ব্যানার। আতঙ্কিত গোটা বস্তি এলাকা। ত্রস্ত বাসিন্দারা মুখে কুলুপ এঁটেছেন। এলাকায় পুলিস পিকেট বসানো হলেও, তাতে ভয় কাটছে না। কাল রাতের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রায় জনা ৩০ যুবক দৌড়ে এলাকায় ঢুকছেন। এরপর তারা এলাকায় তাণ্ডব চালান বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ওয়ার্ডের প্রাক্তন এবং এই মুহূর্তে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ জানান, এখনকার পুরমাতা লিপিকা মান্নার এলাকার দুষ্কৃতীদের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। প্রায় প্রতিদিন বোমা গুলি ছোড়া হচ্ছে। এলাকাবাসী আতঙ্কিত। তিনি দলের এই এলাকার ভারপাপ্ত নেতা তথা বিধায়ক দেবাশিস কুমারকে গোটা বিষয়টি একাধিকবার জানিয়েছেন।


গোটা ঘটনায় ১০৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনওরকম সুযোগ-সুবিধা দিতে চান না তিনি। তাঁর দাবি, এলাকার সবাইকে তৃণমূল করতে হবে । যদিও ওই এলাকার সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিন্তু এলাকার মানুষ লিপিকা মান্নাকে কাউন্সিলর হিসেবে চান না। সেই কারণে তাঁরা রাজনীতির ময়দান থেকে সরে এসেছে। তাঁরা সুশান্ত কুমার ঘোষ, যিনি ১০৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং ১০৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তাঁকেই তাঁরা পুনরায় কাউন্সিলর হিসেবে চান । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা বলে অভিযোগ। 


অভিযোগ, লিপিকা মান্নার সঙ্গে আগের কাউন্সিলর সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্বতেই রবিবার রাতে চরমে ওঠে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর লিপিকা মান্নার লোকজন বাইরে থেকে এসে রবিবার রাতে হামলা চালায় এলাকায় । বোমাবাজি ও শূন্যে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল মিলেছে। পুলিস উদ্ধার করেছে সেগুলি। এর আগে শনিবার রাতেও ইন্দুপার্ক এলাকায় বহিরাগতরা হামলা চালায়। অভিযোগ, পুলিসের সামনেই গতকাল মহিলাদের মারধর পর্যন্ত করা হয়। বোমাবাজিও করা হয় । এক মহিলাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। পরে এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয় ।


আরও পড়ুন, Weather Today: স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি, ৪৪ ছাড়াল পারদ! ফের তাপপ্রবাহ রাজ্যে! স্বস্তির বৃষ্টি কবে কোথায়?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)