ওয়েব ডেস্ক: নতুন ফ্ল্যাট কিনছেন? নাকি বাড়ি করছেন? নিকাশির লাইন নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না। এবার থেকে কলকাতা পুরসভার ওয়েবসাইটেই আবেদন করা যাবে। নিকাশির লাইনের জন্য আবেদন। কলকাতা পুরসভার এ অফিস থেকে ও অফিস। দৌড়াদৌড়ি। হয়রানির চূড়ান্ত পর্যায়ে পৌছনো। এবার সে হয়রানি থেকে মুক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘরে বসেই কলকাতা পুরসভার ওয়েবসাইটেই নিকাশির লাইনের জন্য আবেদন করা যাবে। আবেদন দেখে নিকাশি বিভাগের আধিকারিকরা প্রথমে পরিদর্শনে আসবেন। তারপর ঠিক ঠাক থাকলে পুরসভার তরফে অনুমোদন দেওয়া হবে। তার ভিত্তিতে ডিমান্ড ড্রাফ্ট পাঠাতে হবে। অনলাইনেও ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা করতে পারেন আবেদনকারী।  


এই পরিষেবা পেতে আপনাকে লগ ইন করতে হবে www.kmcgov.in-এই ওয়েবসাইটে। ফেব্রুয়ারি মাসের মধ্যে এই পরিষেবা চালু হয়ে যাচ্ছে।