নিজস্ব প্রতিবেদন:  'আগামী দিনে আমি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে থাকব।' তৃণমূল থেকে এবার পদত্যাগ করলেন কবিরুল ইসলাম। দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, একের পর এক ইস্তফায় উদ্বেগ বাড়ছে শীর্ষ নেতৃত্বের। শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে z-category নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক


শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কোথায়! ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূল নেতাদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। সেই তালিকায় এবার নাম উঠল দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের। সূত্রের খবর, দলে অন্দরে বরাবরই শুভেন্দু (Suvendu Adhikari) অনুগামী হিসেবে পরিচিত ছিলেন কবিরুল। আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় যখন শুভেন্দুর  বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর, তখনই তৃণমূল ছাড়লেন তাঁর অনুগামী হিসেবে পরিচিত নেতা। কবিরুল ইসলামের বার্তাও খুব স্পষ্ট, 'আগামী দিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি থাকব। ঊনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকে পাথেয় করে চলব। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব আমাদের মতো যুব সমাজেরই।'


আরও পড়ুন: কেষ্টপুরে Trinamool Party Office এ ভয়াবহ আগুন, পুড়ে ছাই সর্বস্ব


উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বেসুরো গাইছিলেন। এদিন তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta)।  তবে বিধায়ক পদ থেকে এখন ইস্তফা দেননি তিনি। খোলসা করেননি পরবর্তী পদক্ষেপও। যদিও সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) দাবি, আগামীকাল মেদিনীপুর অমিত শাহের সভাতেই BJP-তে যোগ দিচ্ছেন শীলভদ্র। দলত্যাগ নিয়ে তাঁর প্রতিক্রিয়া, 'দীর্ঘদিন ওনাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। ক্ষোভ জমে ছিল, এখন সুযোগ বুঝে দল ছাড়ছেন।'