নিজস্ব প্রতিবেদন: শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মধ্যরাতে মহানগরের রাজপথে এই ঘটনায় ভীত সন্ত্রস্ত সকলেই। প্রশ্ন উঠছে তবে কি সুরক্ষিত নয় রাতের শহর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


বেলেঘাটার জোড়া মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাত ২টোর সময় এই ঘটনাটি হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির এমন গাড়ির চাকায় পিষ্ট দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


আরও পড়ুন, এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়


কীভাবে এবং কী কারণে মৃত্যু? কিংবা এই মৃত্যু নেপথ্যে খুনের কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠনো হয়। ওই মৃত ব্যক্তির পরিচয় জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।


ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটিকে। অপরদিকে ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।