এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়

অভিযুক্তের কীর্তিতে তাজ্জব সিজিও কমপ্লেক্সের আধিকারিকরা।

Updated By: Jul 11, 2021, 10:35 AM IST
এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়

পিয়ালি মিত্র: দেবাঞ্জনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিরোধীরা। হাইকোর্টে যখন জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল, তখন খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয়ে জালিয়াতির পর্দাফাঁস করল জি ২৪ ঘণ্টা। দেবাঞ্জনের মতো নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরে, এমনকী, ভুয়ো পরিচয় অভিযুক্ত বিয়েও করেছে বলে অভিযোগ।

কে এই 'প্রতারক'? নাম, শুভদীপ বন্দ্যোপাধ্য়ায়। বাড়ি, হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই যাবতীয় নথি-সহ অভিযোগও জমা পড়েছে থানায়। অভিযোগকারীর দাবি, 'দেড় মাস হয়ে গেল, এখনও পর্যন্ত স্রেফ মামলা রুজু করেছে পুলিস। অভিযুক্ত বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এখনও'। হাওড়া পুলিস কমিশনারেটের এক কর্তার দাবি, 'তদন্ত চলছে। সিবিআই-কে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানতে চাওয়া হবে'।

আরও পড়ুন: 'বাবাকে বলো' রুখতে কাঁথি থানায় শিশিরপুত্র, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা

এই শুভদীপ বন্দ্যোপাধ্যায় কি সত্যিই CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর?  উত্তর খুঁজতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিল জি ২৪ ঘণ্টা। বিভিন্ন নথিতে সই করেছে অভিযুক্ত। ব্যবহার করেছে সিলও। সেসব দেখে তাজ্জব বনে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন? তাঁদের দাবি, অফিসার তো দূর অস্ত, কলকাতায় CBI-র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কোনও পদই নেই!   

আরও পড়ুন:ভবানীপুরে বহিরাগতরা ঝামেলা করেছে: TMCP; আহত অফিসার স্থানান্তরিত SSKM উডবার্ন ওয়ার্ডে

এদিকে দেবাঞ্জনের মতো বেশ কয়েকজন ভুয়ো চাকরিতে নিয়োগ করেছে শুভদীপও। নীলবাতি লাগানো গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে। কখনও সেনা অফিসার, তো তখন IRS আধিকারিক পরিচয়ে বিভিন্ন নথিতে সই করেছে সে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে নায়ক ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব তো ধরা পড়েছে। কিন্তু ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেফতার করা হবে? সেটাই এখন দেখার।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.