Kolkata Book Fair: বইমেলায় গিল্ডের প্য়াভিলিয়নের ব্যানারে নেতাজির `মৃত্যু দিন`, শুরু তুমুল বিতর্ক
নেতাজির মৃত্যু বিতর্ক নিয়ে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, কোনও কাজ একা করি না। ওই কাজ করতে দেওয়া হয়েছিল এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে
নিজস্ব প্রতিবেদন: বইমেলায় গিল্ডের প্যাভিলিয়ন ঘিরে বিতর্ক। আশ্চর্যজনকভাবে সেখানে টাঙানো একটি ব্যানারে উল্লেখ করা হয়েছে নেতাজির মৃত্যু দিন। অবিলম্বে ওই ব্যানার সরানোর দাবি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
কলকাতা বইমেলায় গিল্ডের যে প্যাভিলিয়ন সেখানে নেতাজির নামে একটি ব্যানার লাগানো হয়েছে। সেখানেই লেখা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম ও মৃত্যু দিন। এখানেই আপত্তি তুলেছেন কুণাল ঘোষ। নেতাজির মৃত্যুর বিষয়টি এখনও ধোঁয়াশায় ঘেরা। তাহলে মৃত্য়ুর তারিখ আসে কীভাবে। তাঁর দাবি, অবিলম্বে ওই ব্যানার সরিয়ে ফেলতে হবে।
এনিয়ে কুণাল ঘোষ জি ২৪ ঘণ্টাকে বলেন, কলকাতা বইমেলার হল নম্বর ১-এ নেতাজির নামে একটি হল করেছে গিল্ড। অত্যন্ত ভালো কাজ। কিন্তু সেখানে লেখা রয়েছে নেতাজির মৃত্যু তারিখ ১৮ অগাস্ট ১৯৪৫। এই তারিখটা ওঁদের কে বলেছে? আমরা তো নেতাজি অর্ন্তধানের উপযুক্ত তদন্ত চাই। বিমান দুর্ঘটনাতেই যে নেতাজির মৃত্যু হয়েছে সেই সিদ্ধান্তে তো সরকারও পৌঁছাতে পারেনি। তাহলে গিল্ড এতবড় বিষয়ের উপরে নজর রাখবেন না? অবিলম্বে ওই ব্যানার খুলে ফেলা উচিত।
অন্যদিকে, নেতাজির মৃত্যু বিতর্ক নিয়ে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, কোনও কাজ একা করি না। ওই কাজ করতে দেওয়া হয়েছিল এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। বিষয়টি আমার কানে এসেছে। এব্যাপারে আমি বন্ধু কুণালের সঙ্গে একশোভাগ সহমত। আজ রাতের মধ্যে ওই ব্যানার সরিয়ে ফেলা হবে। নেতাজির মৃত্যু নিয়ে আমাদের একটা আবেগ রয়েছে। সরকার বা গুগল যে-ই নেতাজির মৃত্যুদিন দেখাক আমরা তা মানতে রাজী নই।
নেতাজি গবেষক অনুজ ধর এনিয়ে বলেন, ভুললে চলবে না যে নেতাজির মৃত্যুর তদন্তে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল। বিচারপতি মুখার্জি তদন্ত করে রিপোর্ট দেন, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন বিমান দুর্ঘটনায় মারা যাননি নেতাজি। বুঝতে পারছি না এসব কে করছে।
আরও পড়ুন-ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়ার বাবার সঙ্গে কথা মোদীর, সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী