জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছে তা আরও একবার স্পষ্ট হল পুলিসকর্মীর মৃত্যুতে। হেমারেজিক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এবার এক পুলিসকর্মীর মৃত্যু হল। প্রাণ হারালেন কলকাতা পুলিসের এএসআই উত্‍পল নস্কর। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মোমিনপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৫৪-র ওই পুলিসকর্মী। শনিবার চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। তবে পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে উৎপল নস্করের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Panchayet Vote: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি; নভেম্বরেই সর্বদল বৈঠক, খসড়া ভোটার তালিকা প্রকাশ


পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছাকাছি এক চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন পুলিস আধিকারিক। সোমবার তিনি রক্ত পরীক্ষা করেন ৷ তাতে তাঁর প্লেটলেটের সংখ্যা ছিল সাড়ে চার লাখ । বুধবার একধাক্কায় তা কমে দাঁড়ায় ৩লাখ ৮০ হাজারে। তারপরই ভর্তি হত হাসপাতালে। মৃত্যুর আগে পর্যন্ত তাঁর শেষ প্লেটলেট বলা হয়েছিল ১ লাখ ৬০ হাজার। পরিবারের দাবি, এই প্লেটলেট সংখ্যায় কী করে কারো মৃত্যু হতে পার? 


শুক্রবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯৩৬ জন। সব মিলিয়ে গত ২৬ অক্টোবর পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৬৬। কলকাতাকেই আক্রান্ত ৪৭৪৭। বৈঠকে সকলকে সতর্ক করেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম। প্রতিটি জেলায় ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ যাতে ভালভাবে হয়, সে দিকে লক্ষ্য রাখতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 


ইতিমধ্যেই স্বাস্থ্যদফতরকে ভাবাচ্ছে ৫টি বোরো।ভয়ঙ্কর ডেঙ্গিপ্রবণ হওয়ায় বোরো ১২-র ১০৬, ১০৭, ১০১ ও ১০৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির দাপট সবথেকে বেশি। ১১ নম্বর বোরোয় ১১২ নম্বর ওয়ার্ড,  ১০ নম্বর বোরোর ৮১, ৯৯, ৯৩, ১০০ ওয়ার্ড, বোরো ৯ -এ ৭৮ ও ৮২ নম্বর ওয়ার্ড, ১ নম্বর বোরোর ৩ নম্বর ওয়ার্ড নিয়ে চিন্তায় রাজ্য। এবারে ডেঙ্গির প্রভাব সবথেকে বেশি বলেই জানা গিয়েছে যা ২০১৭ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন নিয়মিত জঞ্জাল সাফাই, তেল দিতে আসার কাজই শুরু হয়েছে ডেঙ্গি ছড়িয়ে পড়ার পরে। 


আরও পড়ুন, Dengue: রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু, কী কী উপসর্গ দেখলে আগাম সতর্ক হবেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)