জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডে তথ্যপ্রমান লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার তত্‍কালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। সেই মামলায়  বুধবার রাতে শিয়ালদহ আদালতে হাজির করা হয়েছিল তাঁকে। আদালত থেকে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। অভিজিৎ মন্ডল অসুস্থ হওয়ার পর শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্তকে টালা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তাঁকেই থানার ওসি হিসাবে নিযুক্ত করা হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Hilsa from Bangladesh: প্রথম লটের পদ্মার ইলিশ শুক্রেই পাতে কলকাতার, তবে দাম...


গত ৫ সেপ্টেম্বর, শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন ওসি। বুকে ব্যথা ছিল বলে দাবি করেন তিনি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে শিয়ালদহ আদালত থেকে জেলে ফেরার জন্য প্রিজন ভ্যানে উঠতে যান অভিজিৎ মণ্ডল। তখনই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সরাসরি তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই ভর্তি রয়েছেন টালা থানার প্রাক্তন ওসি। 


আরও পড়ুন- Konnagar Murder Case: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলের সামনেই স্ত্রীকে খুন? কোন্নগর খুনের মামলায় নয়া মোড়!


আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পেশ করা হয় শিয়ালদহ আদালতে। তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তাঁরা দু'জনই। বুধবার সেই মামলায় অভিজিতের আইনজীবী তাঁর জন্য জামিনের আবেদন করেছিলেন। যদিও তা খারিজ করে দেয় আদালত। সন্দীপ, অভিজিৎ— দু'জনকেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)