কলকাতা: কলকাতায় ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গির জীবাণু। পুরসভার উদাসীনতা ভাবতে বাধ্য করছে জাপানি এনসেফ্যালাইটিস নিয়েও। কারণ পুরসভার লক্ষাধিক টাকায় তৈরি শুয়োরের খামার আপাতত খালি। শহরের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে শুয়োরের দল। কিন্তু কেন এই ছবি? উত্তর দিতে পারেনি পুরসভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাপানি এনসেফ্যালাইটিসের হাত থেকে শহরকে বাঁচাতে উদ্যোগী হয়েছিল কলকাতা পুরসভা। লক্ষাধিক টাকা খরচ করে বাইপাস লাগোয়া এলাকায় তৈরি হয়েছিল অস্থায়ী খামার। শহরের বিভিন্ন জায়গা বিশেষত ট্যাংরা, তোপসিয়া, বানতলা এলাকা থেকে শুয়োর এনে রাখা হয়েছিল এই খামারে। সেই উদ্যোগে যে এখন ভাটার টান তা বলাই বাহুল্য। শহরের উপকন্ঠে তৈরি হওয়া খামার এখন খালি। শহরের যত্রতত্র শুরু হয়েছে শুয়োরের অবাধ বিচরণ। প্রশ্ন উঠছে লক্ষাধিক টাকা খরচ করে যে কর্মকাণ্ড শুরু হয়েছিল তার কী হল? সদুত্তর দিতে পারেনি পুরসভা।   


এমনিতেই এখন শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রভাব বিস্তার করছে ডেঙ্গির জীবাণু। এর মাঝে নতুন করে জাপানি এনসেফ্যালাইটিসের হানা কতটা মারাত্মক হতে পারে, তা কী আদৌ ভাবাচ্ছে পুরসভাকে? সামনেই পুরভোট। তাই এবিষয়ে জিজ্ঞেস করতেই মেয়র পারিষদ স্বাস্থ্যের মুখে কুলুপ।