Partha Chatterjee: আপাতত স্বস্তিতে পার্থ! CBI হাজিরায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের
১৩ মে পরবর্তী শুনানি। গ্রুপ-সি নিয়োগ নিয়েও রিপোর্ট জমা দিতে নির্দেশ।
নিজস্ব প্রতিবেদন : আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্য়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর CBI দফতরে হাজিরা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার উপর আরও ৪ সপ্তাহের স্থগিতাদেশ জারি করল আদালত। পার্থ চট্টোপাধ্য়ায়ের CBI হাজিরার উপর আরও ৪ সপ্তাহের স্থগিতাদেশেরর নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আজকের নির্দেশে জানিয়েছে যে, সিবিআই আপাতত আদালতের কোনওরকম অনুমতি ছাড়া এই সমস্ত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। এই ৪ সপ্তাহের মধ্যে রঞ্জিত কুমার বাগের কমিটিকে গ্রুপ-সি নিয়োগ নিয়েও রিপোর্ট জমা দিতে হবে। এমনই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, মঙ্গলবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা, অঙ্কের শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির তদন্তভারের দায়িত্ব সিবিআই-কে দিয়ে এই নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চ। একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে আরও স্পষ্ট করে দেন যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পর, গতকালই সিবিআই দফতরে হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। বুধবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানায় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের মতে, একই বিষয়ের মামলার শুনানি গ্রহণ করছে ডিভিশন বেঞ্চ। তাই একই বিষয়ে সিঙ্গল বেঞ্চ কখনও নির্দেশ জারি করতে পারে না।
আরও পড়ুন, "দময়ন্তীকে ৪ ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্ব মুখ্যমন্ত্রীর ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা"