শ্রাবন্তী সাহা ও বিক্রম দাস : রাজীব মামলায় হাইকোর্টে ধাক্কা CBI-এর। রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আইনি যুদ্ধে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার। তবে কলকাতা ছাড়তে পারবেন না রাজীব কুমার, আগাম জামিনের শর্ত কলকাতা হাইকোর্টের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি সইদুল্লা মুনসির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, তিনি তদন্তের কাজে সহযোগিতা করছেন, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই।



সারদা রিয়ালিটি মামলায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। ২-৩ দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাজীব মামলার শুনানির পর বিচারপতির পর্যবেক্ষণ,যথেষ্ট সহযোগিতা করছেন গোয়েন্দাপ্রধান। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নিষ্প্রয়োজন।


এদিকে কোথায় রয়েছেন রাজীব কুমার? তা নিয়ে এখনও জল্পনা চলছেই। গোয়েন্দা প্রধানকে কবজা করতে এককথায়‘ব্যর্থ’সিবিআই-এর দুঁদে আধিকারিকরাও। দিনের পর দিন শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও রাজীব কুমারের কোনও খোঁজ পাননি সিবিআই আধিকারিকরা।


আরও পড়ুন - বন্ধ ঘরের মেঝেতে পড়ে রয়েছে মায়ের পচাগলা দেহ, পাশে ঠায় দাঁড়িয়ে ছেলে


কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা, আইনি পরামর্শ নিয়ে রাজীব কুমারকে গ্রেফতারের তোড়জোড় করছেন। কারণ সারদা রিয়ালিটি মামলায় এদিন কলকাতা হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর হলেও রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারের নামে মামলা রয়েছে। সারদা এবং রোজভ্যালি মামলার পৃথকভাবে তাঁকে নোটিস দিতে পারে সিবিআই।