নিজস্ব প্রতিবেদন-  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিল কলকাতা হাইকোর্ট। গত ৯ জুন নারদ মামলার শুনানি চলছিল। তার মাঝেই আদালতের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য আবেদন জানান। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও হলফনামা জমা দিতে চেয়েছিলেন। কিন্তু উচ্চ আদালত তা খারিজ করে দেয়। শুনানির মাঝে হলফনামা জমা নিলে মামলার অভিমুখ ঘুরে যেতে পারে। এমনটাই যুক্তি দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপত্ রাজেশ বিন্দাল ও বিচার পতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিচারপতি রাজেশ বিন্দালের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য বার কাউন্সিল, পাঠাল অপসারণের চিঠি


ঠিক তার পরপরই হলফনামা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শুক্রবার  কলকাতা হাইকোর্টকে সেই হলফনামা জমা নিতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।


আগামিকাল অর্থাৎ মঙ্গলবার, নারদ মামলার শুনানিতে মমতার হলফনামার প্রসঙ্গ উঠতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।