ওয়েব ডেস্ক : শিক্ষাক্ষেত্রে দাদাগিরি নিয়ে এবার বিরক্তি প্রকাশ হাইকোর্টের। পাঁশকুড়া B.Ed কলেজে গণ্ডগোল নিয়ে মামলায় এদিন বিচারপতির মন্তব্য, কলেজে দাদাগিরি চলবে না। সবার আগে পড়ুয়াদের ভবিষ্যত্‍। তারপর বাকি সব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভাঙড়ে গুলিকাণ্ড নিয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে CID


কর্তৃপক্ষের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে  মামলা করেন এক শিক্ষক। অভিযোগ ছিল, নতুন ম্যানেজিং কমিটির সঙ্গে ঝামেলার জেরে তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মামলায় আজ হাইকোর্টে তিরস্কৃত শিক্ষক, কলেজ কর্তৃপক্ষ দুপক্ষই। অভিযোগকারী শিক্ষককে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, যদি পড়ানোর ইচ্ছে থাকে, তাহলে কলেজে না গিয়েও পড়ানো যায়। ভিডিও কল বা স্কাইপে পড়ান। কলেজের নতুন-পুরনো ম্যানেজিং কমিটির ঝামেলা নিয়েও জবাব তলব করেছেন বিচারপতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁশকুড়া BEd কলেজ। সেকারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এনিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।