নিজস্ব প্রতিবেদন:- গুলিয়ে গন্ডগোল! অর্ডার করা হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর ডেলিভারি মিলল ভাগবত গীতা। হ্যাঁ এরকম ঘটনাই ঘটেছে খাস কলকাতায়।
কলকাতার সুতীর্থ দাস গত বুধবার অ্যামাজনে কার্ড দিয়ে টাকা কাটিয়ে অর্ডার দিয়েছিলেন "কমিউনিস্ট ম্যানিফেস্টো" নামে একটি বই। সঙ্গে সঙ্গেই শনিবার বইটি হাতে পাওয়ার এসএমএস বার্তা পান তিনি। রীতিমতো শনিবার সকালে বই পৌঁছে যায় সুতীর্থ বাবুর বাড়িতে। তিনি তখন অফিসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সন্ধ্যেবেলায় বাড়িতে এসে পার্সেল খুলতেই চক্ষু চড়ক গাছ। কমিউনিস্ট ম্যানিফেস্টোর জায়গায় ভাগবত গীতা। ঠিক যেন ছিল বেড়াল হয়ে গেল রুমাল। একটি ১২০ পৃষ্ঠার ইংরেজি ভাগবত গীতা এসেছে কিনা কমিউনিস্ট ম্যানিফেস্টোর জায়গায়! অনেক সময়ই ভুল করে অদল বদল হয়ে যায়। কিন্তু এ বদল একটু অন্যরকম। আর এই অভিজ্ঞতার বর্ণনা করে সুতীর্থ বাবু সোশাল মিডিয়ায় লিখেছেন "ভগবত-ম্যানিফেস্টো।"


আরও পড়ুন: করোনা রোগীর কাছে গামছা, তেল, জল পৌঁছে দিলেই মোটা টাকা, দেদার তোলাবাজি মেডিকেলে