নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে নয়া কৌশল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের। বিশেষ ফাইট ম্যাপ তৈরি করল কোভিড নাইট্টিনের জন্য নির্দিষ্ট এই হাসপাতাল।  প্ল্যানকে মোটের ওপর ছাঁকনি বলা যেতে পারে। কোনও রোগী হাসপাতালে এলে কোথায় কীভাবে তাঁর পরীক্ষা হবে, কোন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হবে তার দিক নির্দেশ থাকছে ওই ম্যাপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা


শুধু তাই নয়। তিনি ঠিক কী ধরণের রোগী, সারি বা অন্যরোগের লক্ষণ আছে কিনা, করোনা আক্রান্ত বা সন্দেহভাজন কিনা সেটাও দেখা হবে এই ম্যাপের সাহায্যে। করোনা সন্দেহভাজন হলে তাঁর সংক্রমণ কোন পর্যায়ের তা বাছাইয়ের পর রোগীকে নির্দিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হবে। এমনকি কোনও রোগীর ডায়ালিসিস, সিসিইউ  বা ভেন্টিলেশনের দরকার হলে তার ব্যবস্থা করা হবে।স্টেন্ট, পেসমেকার বসানো বা বাইপাস সার্জারির ব্যবস্থাও থাকছে ফাইট ম্যাপে। রোগী সুস্থ হওয়ার পর কীভাবে ছুটি পাবেন তাও ম্যাপে উল্লেখ করা থাকছে।