বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা

বিজ্ঞপ্তি দিয়ে শনিবার সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

Reported By: তন্ময় প্রামাণিক | Edited By: Priyanka Dutta | Updated By: May 10, 2020, 11:28 PM IST
বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: ১২৫ বছরের ইতিহাসে ছেদ। বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর। দেশের মধ্যে প্রথম করোনা চিকিত্‍সার জন্য কোনও সরকারি মেডিক্যাল কলেজের যাবতীয় আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হল। বিজ্ঞপ্তি দিয়ে শনিবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ছিয়াত্তরের মন্বন্তর, প্লেগ, ছেচল্লিশের দাঙ্গার মতো হাজারও পরিস্থিতি সামলেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। গৌরবময় সেই রেকর্ড ধরে রাখতে দিল না করোনা। ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম আউটডোর পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

সোমবার থেকে বন্ধ থাকছে সব ওপিডি। খোলা থাকবে ফিভার ক্লিনিক ও এইচআইভি নিয়ন্ত্রণের এআরটি সেন্টার। চালু থাকবে জরুরি বিভাগ। পরিষেবা মিলবে মাদার অ্যান্ড চাইল্ড হাবে। খোলা থাকবে রিজিওনাল ইন্সটিটিউট অব অপথ্যালমোলজি।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সার জন্য ব্যবহার করা হবে। হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, সেকারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।

.