নিজস্ব প্রতিবেদন : সামনেই পুজোর চ্যালেঞ্জ। কিন্তু নতুন রেক  চালুর আশা দূর অস্ত। পুরনো রেকের ভরসাতেই বাড়তি ট্রেন চালাতে হবে মেট্রো কর্তৃপক্ষকে । বিভ্রাট এড়াতে তাই আগাম সতর্কতা নিচ্ছে কর্তৃপক্ষ। ট্রেন এবং স্টেশনে থাকছেন মেইনটেন্যান্স স্টাফ। মজুত থাকছে মেডিক্যাল টিমও। এমনটাই জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, সারদা মামলায় প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষকে ৩ ঘণ্টা জেরা সিবিআইয়ের


লাগাতার মেট্রো বিভ্রাট। তার ওপর মাঝেরহাট কাণ্ডের জেরে বাড়তি ভিড়ের চাপ। পুজোর দিনগুলোয় বিপত্তি এড়াতে তাই বাড়তি সতর্কতা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন রেক কবে চলবে উত্তর নেই কারও কাছে । পুজোয় বাড়তি ট্রেন চালাতে ভরসা রাখতে হবে মান্ধাতার আমনের সেই নন এসি রেকেই। তাই, প্রতিটি ট্রেনে থাকবেন মেইনটেন্যান্স স্টাফ। বিশেষজ্ঞ কর্মী তৈরি থাকবেন স্টেশনেও। একটি স্টেশন অন্তর একজন করে মেইনটেন্যান্স স্টাফ থাকবেন। কাজে লাগানো হবে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ মেইনটেন্যান্স স্টাফদেরও। ৫ টি গুরুত্বপূর্ণ স্টেশনে মজুত থাকবে মেডিক্যাল টিমও।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নাগেরবাজার বিস্ফোরণের তদন্তভার হাতে নিল CID


সোমবার ষষ্ঠী। উইকএন্ডের কথা মাথায় রেখে এবার চতুর্থী থেকেই বাড়তি ট্রেন চালাবে মেট্রো । চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী সকাল ৮ টা থেকে রাত ১১টা ১০ পর্যন্ত চলবে ট্রেন। পুজোর চাপ সামলাতে মেট্রোর এই দাওয়াই কতটা কাজে আসে সেটাই এখন দেখার।