স্মার্টকার্ড থাকলেই উঠতে পারবেন ট্রেনে, শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো
স্মার্টকার্ড থাকলেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: মেট্রো চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই মতো ১৬ জুলাই থেকে ট্রেন চালাতে শুরু করছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেনে উঠতে পারবেন সাধারণ যাত্রীরা। শনিবার শুধু চলবে স্টাফ স্পেশাল। রবিবার পরিষেবা বন্ধ থাকবে।
এ দিন বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন জানিয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে কোভিডবিধি মেনে চলতে পারে মেট্রো। শনি ও রবি বাদে সপ্তাহে ৫ দিন চলবে। সরকারি নির্দেশে ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে শহরের মেট্রো পরিষেবা। সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে ১৯২টি আপ এবং ডাউন ট্রেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল থাকবে পরিষেবা। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষ যাতায়াত করবে মেট্রো। শনিবার শুধু জরুরি ক্ষেত্রের কর্মীরাই উঠতে পারবেন ট্রেনে। ওই দিন চলবে ১০৪টি বিশেষ ট্রেন। রবিবার মেট্রো চলবে না। ইস্ট-ওয়েস্ট করিডরে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ৪৮টি ট্রেন।
টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা। সকল যাত্রীকে মেনে চলতে হবে কোভিডবিধি।
আরও পড়ুন- তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যপালের সঙ্গে প্রথম দীর্ঘতম বৈঠক Mamata-র