পুরনো কলকাতার যাবতীয় তথ্য সংরক্ষণ করতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। নষ্ট হতে বসা তথ্য সংরক্ষণ করা হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। এভাবে সংরক্ষণ করা সব তথ্য রাখা হবে মহাফেজখানায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমল হোমের নামাঙ্কিত এই আর্কাইভে এলেই মিলবে মহানগরীর বিবর্তনের যাবতীয় ইতিহাস। কলকাতা পুরসভার যাত্রা  শুরু  সতেরোশো ছিয়াত্তর সালে। উনিশশো চব্বিশ সালে যখন চিত্তরঞ্জন দাস মেয়র হন সেই সময় থেকে কলকাতা পুরসভা থেকে বের করা হত সাপ্তাহিক গ্যাজেট।


থাকবে নানান তথ্যসম্বলিত ডিভিডি। পঞ্চাশটি আসন বিশিষ্ট অডিটোরিয়াম। যেখানে থাকছে রবীন্দ্রনাথের কণ্ঠে জাতীয় সঙ্গীত, অথবা সুভাষচন্দ্রের পরওয়ার্ড ব্লক স্থাপনের সময়কার বক্তৃতার মতো দুর্লভ সংগ্রহ। পুরসভায় এসে আবেদন করলেই মিলবে এই সব তথ্য ব্যবহারের ছাড়পত্র।