Kolkata: সিরিয়াল দেখে খুনের ছক! ঝাড়খণ্ডে ব্যবসায়ীর মৃত্যুরহস্যের কিনারা, গ্রেফতার ২
ঘুমের ওষুধ খাইয়ে অপহরণ!
নিজস্ব প্রতিবেদন: আর্থিক লেনদেন নিয়ে বিবাদ। যাদের টাকা ধার দিয়েছিলেন, সিরিয়াল দেখে খুনের ছক কষে তারা! ঝাড়খণ্ডে শহরের এক ব্য়বসায়ীর মৃত্যুরহস্যের কিনারা করল কলকাতা পুলিসই। গ্রেফতার ২ অভিযুক্ত।
জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ সাইফ খান। বাড়ি, পার্কস্ট্রিটে। পেশায় নির্মাণ ব্যবসায়ী ছিলেন তিনি। আবার সুদের ব্যবসাও করতেন। টাকা আদায়ের জন্য বিভিন্ন জায়গায় যেতে হত সাইফকে। পরিবারের লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেননি। নিউ মার্কেট থানায় নিখোঁজ ডায়েরি করার পর ঝাড়খণ্ড থেকে ফোন আসে। যেদিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন, তার পরের দিন ঝাড়খণ্ডের জামতারা জেলার একটি নির্জন জায়গা থেকে মহম্মদ সাইফ খানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পকেটে ছিল মোবাইল ফোন, বাইকের চাবি ও নগদ পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন: এবার KMC-র নামে ভুয়ো টিকা নির্দেশিকা দেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস Atin Ghosh-এর
এই ঘটনার তদন্তে নেমে একবালপুর থেকে মহম্মদ আফতাব আলম ও নাজরে আলম নামে দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা। তদন্তকারীরা জানিয়েছেন, মহম্মদ সাইফ খানের কাছ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিল ওই দুইজন। আর ৩-৪ লক্ষ টাকা শোধ করতে হত। জেরার ধৃতেরা স্বীকার করেছে, টাকা ফেরত দেওয়ার জন্য় চাপ দিচ্ছিলেন। সেকারণেই ঘুমের ওষুধ খাইয়ে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীকে খুন করেছে। তারপর নিহতের গাড়ি নিয়ে ফিরে আসে কলকাতায়। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে পড়শি রাজ্যে নিয়ে গিয়েছে সেখানকার মিহিজাম থানার পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)