নিজস্ব প্রতিবেদন: সিবিআই বা সিআইডি-র মতো নিরপেক্ষ সংস্থাকে তদন্তের ভার দেওয়া হোক। ভিন রাজ্যে দাগী অপরাধীকে ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই আবেদন করল কলকাতা পুলিস (Kolkata Police)।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে সিদ্ধার্থ কোঠারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে কলকাতা পুলিসের (Kolkata Police) বটতলা থানায় অভিযোগ দায়ের হয়। তার পর অভিযুক্ত গা ঢাকা দেন। পুলিস খোঁজ নিয়ে জানতে পারে, সিদ্ধার্থ রয়েছেন ছত্তীসগঢ়ে। নিম্ন আদালতের জারি করা নির্দেশ নিয়ে কলকাতা পুলিসের (Kolkata Police) একটি দল পৌঁছয় ছত্তীসগঢ়। সেখানে সিদ্ধার্থকে গ্রেফতার করতে গিয়ে বাধার সম্মুখীন হয় কলকাতা পুলিস। অভিযুক্তের বাড়িতে পৌঁছলে লোকজনকে পুলিসের বিরুদ্ধে উস্কে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় থানার পুলিস থাকলেও মেলেনি সহযোগিতা। 


বৃহস্পতিবার হাইকোর্টে কলকাতা পুলিসের আইনজীবী জানান, ওই ব্যক্তির সঙ্গে ওই জেলার পুলিস সুপারের যোগসাজশ রয়েছে। সেজন্য পুলিসের কাছে তাই সহযোগিতা পাওয়া যায়নি। রাজ্যে ফিরে যেতে একপ্রকার হুমকি দেন পুলিস সুপার। সে কারণে অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। 


নিম্ন আদালতের নির্দেশ মেনে ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কলকাতা পুলিস (Kolkata Police)। তাদের তরফে আইনজীবী আদালতে আবেদন করেন, সিবিআই বা সিআইডি-কে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। তবে সমস্যার সমাধানে দুই রাজ্যের পুলিস প্রধানদের (ডিজি) আলোচনা করার পরামর্শ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা। একইসঙ্গে নির্দেশ, এক মাসের মধ্যে নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করতে হবে।  


আরও পড়ুন- Duare Ration: পরিকাঠামো নেই, এত খরচ বহন সম্ভব নয়, হাইকোর্টে জানালেন ডিলাররা


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)