নিজস্ব প্রতিবেদন:  কাউন্ট ডাউন শুরু। বর্ষবরণের উত্সবে মাততে তৈরি শহর কলকাতাও। আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট। পাব-ডিস্কোয় শেষ মূহুর্তে প্রস্তুতি তুঙ্গে। কোমর বাঁধছে কলকাতা পুলিসও। উত্‍সবের রাতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে তৈরি হয়েছে কলকাতা পুলিসের বিশেষ 'ক্র্যাক টিম'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ক্র্যাক টিম'-এ থাকবেন প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জন মহিলা পুলিস অফিসার।  যাঁরা শ্লীলতাহানির মতো অপরাধের দিকে কড়া নজর রাখবেন। বাহিনীর নেতৃত্বে থাকবে একজন ডিসি পদমর্যাদার অফিসার।  


এছাড়াও পার্ক স্ট্রিট ও গোটা শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট পাঁচ হাজার পুলিসকর্মী। শুধু পার্ক স্ট্রিটের নিরাপত্তাতেই  থাকবে পুলিসের পাঁচটি স্পেশাল টিম। যার নেতৃত্বে থাকবেন দুজন অ্যাসিন্ট্যান্ট কমিশনার। এছাড়াও শহর জুড়ে  থাকছে মোট ১১টি ওয়াচ টাওয়ার। তৈরি করা হচ্ছে হেলপ ডেস্ক।


আরও পড়ুন - 'দিলীপ ঘোষ বড় সন্ত্রাসবাদী', ক্ষিতি গোস্বামীর স্মরণসভায় এসে তোপ বিমান বসুর