আপনার হারানো সামগ্রী খুঁজে দেবে কলকাতা পুলিসের অনলাইন `বন্ধু`
অনলাইনে জিডির জন্য গুগল প্লে-স্টোরে গিয়ে কলকাতা পুলিসের `বন্ধু` অ্যাপটি ডাউনলোড করতে হবে।
নিজস্ব প্রতিবেদন : মোবাইল, প্যান বা আধার কার্ড হারিয়ে গেছে? এখন আর থানায় গিয়ে জিডি করার দরকার নেই। হাতে একটা স্মার্টফোন, আর তাতে ইন্টারনেট কানেকশন থাকলেই কেল্লাফতে। এখন থেকে অনলাইনেই থানায় অভিযোগ জানাতে পারবেন আপনি।
কলকাতা পুলিসের উদ্যোগে ইতিমধ্যেই চালু হয়ে গেছে এই নয়া এই ব্যবস্থা। কীভাবে অনলাইনে জিডি করবেন আপনি? অনলাইনে জিডির জন্য আপনাকে গুগল প্লে-স্টোরে গিয়ে কলকাতা পুলিসের 'বন্ধু' নামক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপেই মিলবে ই-জিডির অপশন। কী হারিয়েছে? কোথায় হারিয়েছে? কোন থানা এলাকা? এই সংক্রান্ত তথ্য অনলাইনে পূরণ করলেই আপনার জিডির আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি, এই অ্যাপের মাধ্যমেই আবেদনের একটি প্রতিলিপিও পেয়ে যাবেন আপনি।
আরও পড়ুন, যাত্রী নিরাপত্তায় এবার অ্যাপ ক্যাবে সিসিটিভি!
পুলিস সূত্রে খবর, অনলাইনে জিডি দেখে তা সংশ্লিষ্ট থানাকে জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ শুরু করবে পুলিস। এই নয়া পদক্ষেপ সাধারণ মানুষের সময় বাঁচাবে বলে আশাবাদী কলকাতা পুলিস। একইসঙ্গে এই উদ্যোগ প্রযুক্তিগতভাবে কলকাতা পুলিশের হাইটেক হয়ে ওঠারও প্রমাণ। (অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন)