যাত্রী নিরাপত্তায় এবার অ্যাপ ক্যাবে সিসিটিভি!
অ্যাপ ক্যাব সংস্থাগুলির থেকে চালকদের পুলিস ভেরিফিকেশনের সম্পূর্ণ তথ্যও নিয়েছে পরিবহণ দফতর।
নিজস্ব প্রতিবেদন : যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার অ্যাপ ক্যাবে সিসিটিভি বসানোর পরিকল্পনা নিল রাজ্য পরিবহণ দফতর। এ বিষয়ে ইতিমধ্যেই অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিভিন্ন সময়ই অ্যাপ ক্যাবের চালকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, অনেক সময়ই অ্যাপ ক্যাবের চালকদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন যাত্রীরা। তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে। ভবিষ্যতে এরকম কোনও অভিযোগ উঠলে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাতে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশাবাদী সরকার। আর সেকারণেই রাজ্য পরিবহণ দফতরের তরফে এই উদ্যোগ।
আরও পড়ুন, রাজকোষের অপচয় রুখতে মধ্যাহ্নভোজের মেনুতে বাদ ইলিশ-চিংড়ি-মাটন
উল্লেখ্য, কয়েকদিন আগেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির থেকে চালকদের পুলিস ভেরিফিকেশনের সম্পূর্ণ তথ্য চায় পরিবহণ দফতর। সে রিপোর্টও ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ্যে স্মার্ট ক্যাবগুলির সারচার্জ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার।