নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল জেএমবি-এর এক শীর্ষ নেতা। ধৃতের নাম রেজাউল করিম ওরফে কিরণ। সোমবার তাকে ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই রেজাউল?
এসটিএফ সূত্রে খবর, রেজাউল জেএমবি প্রধান সালাউদ্দিনের ঘনিষ্ঠ সহচর
২০১৪ সালে জেএমবি-তে যোগ দেয় সে
এরপর সংগঠনের মধ্যে পাকাপোক্ত হয়ে ওঠে
তার বুদ্ধির জোরেই সে সালাউদ্দিনের ঘনিষ্ঠ হয়ে ওঠে
বৌদ্ধগয়া বিস্ফোরণের সময় বাংলায় বসেই অন্যতম ভূমিকা নেয় সে
এরপর সালাউদ্দিনের আরও কাছের লোক হয়ে ওঠে
জেএমবি-র অন্যান্য সদস্যদের বিস্ফোরক সরবরাহ করা, আশ্রয় দেওয়া-এসবই করত সে
আরও পড়ুন: মৃত মায়ের কোলেই জাপটে কাতরাচ্ছে ক্ষতবিক্ষত ৩ বছরের শিশু, পাশেই রক্তাক্ত বাবার লাশ

উল্লেখ্য গত ২৯ মে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকেই গ্রেফতার করা হয় আবদুল করিম নামে জেএমবি-র আরও এক শীর্ষ নেতাকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই রেজাউলের নাম জানতে পারে এসটিএফ।