নিজস্ব প্রতিবেদন: হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তম দিনে শবে বরাত পালন করেন মুসলিমরা। আগামী শনিবার শবে বরাত উপলক্ষে কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করল পুলিস।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিস। ২০ এপ্রিল সন্ধে ৮টা থেকে পরের দিন অর্থাত্ ২১ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত একাধিক রাস্তায় নিষিদ্ধ পণ্যবাহী সব ধরনের গাড়ি। সেগুলি হল বিদ্যাসাগর সেতু, গার্ডেন রিচ রোড, সেন্ট্রাল গার্ডেন রিচ রোড, ডেন্ট মিশন রোড, একবালপুর, ডক্টর সুধীর বোস রোড, ডায়মন্ড হারবার রোড (খিদিরপুর ক্রসিং থেকে রিমাউন্ট রোড ক্রসিং), স্ট্র্যান্ড রোড, ভূকৈলাস রোড, এমএম আলি রোড, ইব্রাহিম রোড, মনসাতলা লেন, সত্য ডক্টর রোড, এজেসি বোস রোড (হেস্টিং ক্রসিং রোড থেকে মল্লিক বাজার ক্রসিং), খিদিরপুর রোড, এজেসি বোস র‍্যাম্প থেকে হেস্টিংস র‍্যাম্প, পার্ক সার্কাস কানেকটর, সুন্দরী মোহন অ্যাভিনিউ (সিআইটি রোড), দরগা রোড, সোহরাবর্দি অ্যাভিনিউ, সিআইটি রোড (হাডকো ক্রসিং থেকে ফুলবাগান ক্রসিং), মানিকতলা মেইন রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, বাগমারি রোড, আচার্য প্রফুল্ল চন্দ্র রোড (শ্যামবাডার ক্রসিং থেকে রাজাবাজার ক্রসিং) ও খগেন চ্যাটার্জী রোড। 


শনিবার বেলা ৩ থেকে পরের দিন সকাল ৬ পর্যন্ত পণ্যবাহী সব ধরনের গাড়ি নিষিদ্ধ গার্জেন রোড, আকরা রোড, পাহারপুর রোড ও ডক্টর একে রোড। 



       
হিজরি বছর পঞ্জিকা অনুসারে শাবান মাসের চোদ্দতম দিনটি পালিত হয় শবে বরাত হিসেবে। বিশ্বাস, ওই দিন রাতে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া হয়। কবরস্থানে প্রয়াত বাবা-মা-আত্মীয়দের শান্তির উদ্দেশে মোমবাতি ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুসলিমরা।       


আরও পড়ুন- তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মমতার ঘনিষ্ঠ নেতা, দাবি মুকুলের