পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে পথে সাংবাদিকরা, ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিস কমিশনারের
ওয়েব ডেস্ক: বাম কৃষকসভার নবান্ন অভিযান কভার করতে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে পথে নামলেন সাংবাদিকরা। আর পড়ুন- নবান্ন অভিযানে অ্যাসিড টেস্ট, গরমেও পথে নেমে জঙ্গি আন্দোলন বামেরা
আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে লালবাজার পর্যন্ত মিছিল করলেন সাংবাদিকরা। সাংবাদিকদের ৭জনের একটি প্রতিনিধি দল দেখা করে কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারের সঙ্গে। তাঁকে ডেপুটেশন দেন সাংবাদিকরা। অভিযুক্ত পুলিস অফিসারদের চিহ্নিত করে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিস কমিশনার। আর পড়ুন- বামেদের নবান্ন অভিযান, ইট-জল কামান-কাঁদানে গ্যাস, শহর জুড়ে ধুন্ধমার