সন্দীপ প্রামাণিক: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতাতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দিনভর-ই চলছে বৃষ্টি। এখন শুক্রবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে রেকর্ড করেছে যোধপুর পার্ক। ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ১৬৩ মিলিমিটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাকি কলকাতার অংশে ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তার পরিসংখ্যান- 


1. মানিকতলা- ৮৩.০০ মিলিমিটার
2. বীরপাড়া- ৭০.০০ মিলিমিটার
3. বেলগাছিয়া- ৬৯.০০ মিলিমিটার
4. ধাপা লক- ৭১.০০ মিলিমিটার
5. তপসিয়া- ১০৯.০০ মিলিমিটার
6. উল্টোডাঙা- ৬৯.০০ মিলিমিটার
7. পালমার ব্রিজ- ৯৪.০০ মিলিমিটার
8. ঠনঠনিয়া- ৭৯.৮০ মিলিমিটার
9. বালিগঞ্জ- ১২৪.০০ মিলিমিটার
10. মমিনপুর- ১১১.০০ মিলিমিটার
11. চেতলা লক- ১০৭.০০ মিলিমিটার
12. যোধপুর পার্ক- ১৬৩.০০ মিলিমিটার
13. কালীঘাট- ১০৫.৩০ মিলিমিটার
14. গড়িয়া- ১২৪.০০ মিলিমিটার
15. সি. পি. টি ক্যানেল- ১১০.৪০ মিলিমিটার 
16. দত্তা বাগান- ৭৩.৫০ মিলিমিটার
17. জিনজিরা বাজার- ৯৭.০০ মিলিমিটার
18. বেহালা ফ্লাইং ক্লাব- ৯৬.৩০ মিলিমিটার
18. কুলিয়া টেংরা- ৭৮.২০ মিলিমিটার
19. পাগলাডাঙ্গা- ৮৪.৬০ মিলিমিটার
20. চিংড়িঘাটা- ৬৯.০০ মিলিমিটার
21. মার্কাস স্কোয়ার- ৫৮.৭০ মিলিমিটার
22. পাটুলি - ১২৯.০০ মিলিমিটার
23. ট্রেঞ্চিং গ্রাউন্ড- ১০৩.৫০ মিলিমিটার 
24. ধানখেতি খাল- ১০৯.০০ মিলিমিটার
25. জোকা - ৭৫.০০ মিলিমিটার


আলিপুর আবহাওয়া অবশ্য এখনও কলকাতা সহ বিস্তীর্ণ দক্ষিণবঙ্গে ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি করেছে কমলা সতর্কতা। পূর্বাভাস বলছে, ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর জেরে নিচু এলাকায় জল জমতে পারে ও রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।


আরও পড়ুন, Cyclone Dana Update: ডানার হানায় দুলে উঠল মাটি, ছলকে উঠল জল! কেমন আছে সুন্দরবন?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)