কোনও দোকান নয়। এবার বাজার করবেন নৌকোয়। না না বিদেশে নয়। আর কিছুদিন বাদে এমনই দৃশ্য দেখা যাবে খাস কলকাতায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাংককে ভাসমান বাজারের(ছবিতে) আদলে বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরী সংলগ্ন ঝিলে গড়ে উঠবে শহরের প্রথম ফ্লোটিং মার্কেট। চলছে বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরী সংলগ্ন বাইপাস সম্প্রসারণের কাজ। তবে বাজার থাকায় একটি জায়গায় কাজ এখন বন্ধ। সম্প্রসারণের কাজ শেষ করতে বাজারটি অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।


বর্তমানে বাজারের সঙ্গে প্রায় দুশোরও বেশি ব্যবসায়ীর রুটি-রুজি জড়িত। তাঁদের পুনর্বাসনের জন্য এবার অভিনব ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। ঠিক হয়েছে বাজারের পিছনে যে ঝিল রয়েছে, সেটিকে সংস্কার করে, সেই ঝিলে, সিঙ্গাপুরের ভাসমান বাজারের আদলে গড়ে উঠবে ফ্লোটিং মার্কেট।


ইতিমধ্যেই বাজার কমিটির সঙ্গে এনিয়ে কথা হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের। সরকারের এই দর্শনীয় প্রস্তাবে ব্যবসায়ীরাও রাজি। ভাসমান বাজার তৈরির বরাত পেয়েছে হিডকো।