নিজস্ব প্রতিবেদন:   নদিয়ার  কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনের  মামলায় আপাতত স্বস্তিতে  মুকুল রায়। এবার থেকে নদিয়ায় ঢুকতে পারবেন মুকুল রায়। মঙ্গলবার  কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিত মন্ডল ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে বিজেপি নেতা  মুকুল রায়ের নাম চার্জশিটে নেই।  সেই কারণেই মুকুল রায়ের ওপর যে  নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করে দেয় ডিভিশন বেঞ্চ।


পুলিসকে ছাড়াই দল চালান, সব কিছু ওদের জানানোর দরকার নেই, বিধায়কদের বললেন মমতা


প্রসঙ্গত,  গত ৯ ই ফেব্রুয়ারি সরস্বতি পুজোর আগের  দিন খুন হন নদিয়ায় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।  এই খুনের  ঘটনায় এফআইআর-এ  নাম থাকার  কারণে আগাম জামিনের আবেদন জানান তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। তাঁর ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা  শিথিল করে দিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মন্ডলের ডিভিশন বেঞ্চ।