নিজস্ব প্রতিবেদন: করোনা আবহের মধ্যেই চালু হয়ে গিয়েছে বিধানসভা (WB Assembly)। কিন্তু শীতকালীন অধিবেশনে কেন গরহাজির বিরোধী দলের বিধায়করা? কুণাল ঘোষের Kunal Ghosh) দাবি, 'বিজেপিতেই অরাজকতা চলছে। বিধানসভায় দিশাহীন ভূমিকা পালন করছে বিজেপি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। ১ নভেম্বর থেকে চলছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার বিধানসভায় দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্পের জমিহারাদের পুনর্বাসনের কথাও জানান তিনি। বলেন, 'এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না। সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে তারপর কারও কোনও বক্তব্য থাকলে তা শোনা হবে। কোনও ইগোর ব্যাপার নেই। প্রকল্প রূপায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। রাজ্যের মানুষের সুবিধা হবে'।  


আরও পড়ুন: Jalpaiguri: জলসায় উদ্দাম নৃত্য বিজেপি বিধায়কের, সামাল দিতে 'হিমশিম' কেন্দ্রীয় বাহিনী


'উৎসবের মরশুমে' বিধানসভার শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিল বিজেপি পরিষদীয় দল। জগদ্ধাত্রী পুজোর পর অধিবেশন ডাকার পক্ষে সওয়াল করে তারা। চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, উৎসবের সময়ে বিরোধী দলের বিধায়কদের পক্ষে অধিবেশনে যোগ দেওয়া সম্ভব নয়। এদিন কুণাল ঘোষ বলেন, 'বিজেপিতে অরাজকতা চলছে। বিধানসভায় দিশাহীন ভূমিকা পালন করছে বিজেপি। পরিষদীয় দল ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিধায়কদের অনেকেই আমাদের(তৃণমূল) সঙ্গে যোগাযোগ করছেন'।


আরও পড়ুন: ফিল্মস্টাররা বড় নির্বাচনে লড়েন, পুরভোটে লড়বেন কর্মীরা, বললেন Dilip


এদিকে বিধানসভা ভোটের ভরাডুবির পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। দিন কয়েক আগে টুইটে অর্থ ও নারী যোগের মতো গুরুতর অভিযোগ করেছেন তিনি। এদিন কুণাল ঘোষ বলেন, 'তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল। তাঁর কথার তো গুরুত্ব আছে। এটার তদন্ত হওয়া উচিত'। পাশাপাশি, ইডি-সিবিআইকে চিঠি না লিখে তিনি টুইটইবা করছেন কেন? সেই প্রশ্নও তুলেছেন তৃণমূলের মুখপাত্র।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)