ওয়েব ডেস্ক: এবার কি হাসি মুখেই পুজোটা কাটাতে পারবেন কুণাল ঘোষ? সব কিছু ঠিকঠাক থাকলে আজই জামিন পেতে পারেন তিনি। সিবিআইয়ের জামিনের শর্ত শোনার পর আজই এবিষয়ে লিখিত নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি অসীম রায় প্রশ্ন তোলেন, প্রায় তিন বছর ধরে জেলবন্দি কুণালের জামিন মঞ্জুর করা হলে কতটা কী ক্ষতি হতে পারে? প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। এই অবস্থায় তাঁদের মক্কেলের জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুণালের কৌসুলিরা। কুণাল জামিন পেলে কতটা ক্ষতি হতে পারে, কোর্টের এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী আজ কী বলেন, সে-দিকে তাকিয়ে সবাই।


আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়