Kunal Ghosh: `৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে`, শতরূপকে আইনি নোটিশ কুণালের
চিঠিতে উল্লেখ, `২২ মার্চ আপনার গাড়ি নিয়ে করা কুণাল ঘোষের ফেসবুক পোস্টের পরেই আপনি একটি প্রেস কনফারেন্স করেন। যা রাজ্যের একাধিক বড় বড় সংবাদমাধ্যমে দেখানো হয়। যেখানে আপনি কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অপমানজনক কথা বলেছেন`।
প্রবীর চক্রবর্তী: '৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে'। শতরূপ ঘোষকে উকিলের চিঠি পাঠালেন কুণাল ঘোষ। ক্ষমতা না চাইলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিধানসভা ভোটে পর পর তিনবার কসবা কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছিলেন শতরূপ। জিততে পারেননি একবারও। ২০২১ সালে শেষবার ভোটে লড়েছিলেন সিপিএমের এই যুবনেতা। তখন নির্বাচনী হলফনামায় ২ লক্ষ টাকা সম্পত্তির হিসেবে দিয়েছিলেন তিনি। তাহলে কীভাবে ২২ লক্ষ টাকার গাড়ি কিনলেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: Partha Chatterjee: আমি অভিষেকের মতো নেতা তৈরি করি, কুন্তলের মতো নয়,” বিস্ফোরক পার্থ
তারপর? আলিমুদ্দিন স্ট্রিটে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন শতরূপ। শুধু তাই নয়, কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। সেকারণেই বাম নেতাকে এবার আইনি নোটিশ পাঠালেন কুণাল। চিঠিতে উল্লেখ, '২২ মার্চ আপনার গাড়ি নিয়ে করা কুণাল ঘোষের ফেসবুক পোস্টের পরেই আপনি একটি প্রেস কনফারেন্স করেন। যা রাজ্যের একাধিক বড় বড় সংবাদমাধ্যমে দেখানো হয়। যেখানে আপনি কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অপমানজনক কথা বলেছেন'।