Behala Accident: `আমরা সবাই দায়ী`, বেহালাকাণ্ডে ট্যুইট কুণালের
হরিদেবপুরে মৃত স্কুল পড়ুয়ার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। জানালেন, `ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী`। দুর্ঘটনাস্থলে বসল ড্রপ-গেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাচ্চাটার ছবিটার দিকে তাকানো যাচ্ছে না। আমরা সবাই দায়ী'। বেহালায় দুর্ঘটনার পর, ট্যুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মতে, 'আমরা একটা সার্বিক বিশৃঙ্খলায় অভ্যস্ত। একটা লরি বা দুজন পুলিশের দিকে আঙুল তুললে শেষ হবে না। এই পাপ আমাদের সবার'।
আরও পড়ুন:Behala Accident: 'পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর', বেহালাকাণ্ডে গ্রেফতার ১১
মায়ের কোল শূন্য! বাবা ভর্তি হাসপাতালে। বেহালাকাণ্ডে ঘাতক লরির চালক, খালাসি-সহ গ্রেফতার ১১। স্রেফ দুর্ঘটনাস্থলে ড্রপ-গেট বসানো নয়, সন্ধ্য়ায় হরিদেবপুরে মৃত স্কুল পড়ুয়ার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'অত্যন্ত দুঃখের ঘটনা। কোনও ভাষা নেই। বাড়িতে ঢুকে আমার হাত-পা কাঁপছিল। পরিবারের সঙ্গে কথা বলেছি। মা এখনও প্রায় অজ্ঞান অবস্থাতেই রয়েছেন। বাবা হাসপাতালে। তাঁর সমস্তদায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে নজর রাখছেন'। জানান, 'ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী'। রাতে ট্যুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
এদিকে বেহালাকাণ্ডে মুখ্যসচিবকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের পরেও কেন এই ঘটনা ঘটল? বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের রক্ষাকবচ মামলায় ইডির তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট