জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোপাল দলপতি। গোপাল দলপতি-ই সব থেকে প্রধান। সবার হয়ে টাকা নিত। কোটি কোটি টাকা। অনেক টাকা তুলেছে গোপাল দলপতি। তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে অনেক টাকা দিয়েছে। মেডিকেল করতে যাওয়ার আগে বিস্ফোরক কন্তল ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওদিকে কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার সামনে এল ঠিকাদারের সাথে জালিয়াতির অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ-এর অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকা চুক্তি হয় কুন্তলের সাথে। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি প্রাপ্য টাকা। টাকা চাইলেই মিলেছে হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই গ্রেফতার হয়েছে হুগলির যুব নেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ গ্রেফতার হতেই চিন্তায় ঘুম উড়েছে  ঠিকাদার শাজাহান খাঁ-এর। 


হুগলির ধনিয়াখালির ভান্ডারহাটির পর কুন্তল ঘোষের আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হদিস মিলেছে হুগলির ধনিয়াখালির মধুপুর এলাকায়। ২০১৬ সালের আগে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতেন বহু ছাত্রছাত্রী। যদিও ২০১৬ সালের পর প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে যায় পুনর্নির্মাণ করার জন্য। কুন্তল ঘোষের বিরুদ্ধে শাজাহান খাঁ-এর অভিযোগ ২০১৬ সালে কুন্তল ঘোষের সঙ্গে একটি চুক্তি হয় কোর্ট পেপারে। সেখানে সই ও আছে কুন্তল ঘোষের। ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটি পুরোপুরি সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সাথে চুক্তি হয় ৩৫ লক্ষ টাকার এবং ৬ দফায় সমস্ত টাকা পরিশোধ করবে কুন্তল ঘোষ তা চুক্তিপত্রে লিপিবদ্ধ করা হয়।


কিন্তু ৮৫  শতাংশ কাজ হয়ে যাওয়ার পর মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকা শাজাহান খাঁ-কে দেয় কুন্তল ঘোষ। আর টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন রাজ শাজাহান। এদিকে ইমারতি দ্রব্যের দোকানে প্রচুর পরিমাণ টাকা দেনা করে কাজ করছিলেন শাজাহান। কিন্তু কুন্তল ঘোষের কাছে বার বার টাকা চাইলে, টাকা না দিয়ে উলটে কুন্তল ঘোষ তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে শাসকদলের বড় নেতা হওয়ার কারণে কোথাও অভিযোগ করার সাহস পাননি শাজাহান। বদলে স্ত্রীর গয়না বিক্রি করে এবং অন্য জায়গায় কাজ করে ইমারতি দ্রব্যের দোকানে লক্ষ লক্ষ টাকা দেনা এখনও শোধ করে যাচ্ছেন শাজাহান। তবে কুন্তল ঘোষের গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পর মুষড়ে পড়েছেন শাজাহান সহ তাঁর পরিবার। কারণ এখনও অনেক টাকা দেনা,কীভাবে শোধ করবেন সেই বিশাল পরিমাণ টাকা, সেই চিন্তায়।


আরও পড়ুন, Amartya Sen: 'অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাননি', বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)