ওয়েব ডেস্ক: বিজেপির লালবাজার অভিযান কর্মসূচি ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে একাধিক রুটে। কলকাতা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি রুটে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক, কীভাবে রুট পরিবর্তন করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিছিলের সময় বাস বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। কলকাতামুখী বাস ঘুরিয়ে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতুতে। স্ট্র্যান্ড রোডে দিয়ে ছোট গাড়ি চলাচল করবে। প্রয়োজন হলে স্ট্র্যান্ড রোডে দ্বিমুখী যান চলাচল করবে। 


এমজি রোডের যান ঘুরিয়ে দেওয়া হবে পোস্তার দিকে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দক্ষিণমুখী যান যাবে ভূপেন বোস অ্যাভিনিউ-এপিসি রোড হয়ে। উত্তরমুখী যান যাবে লেনিন সরণি, বা কিংসওয়ে বা অকল্যান্ড রোড-স্ট্র্যান্ড রোড হয়ে। আরও পড়ুন- বিজেপির লালবাজার অভিযান: Y চ্যানেলে রূপা, হাওড়ায় দিলীপ, বৌবাজারে বিজয়বর্গীয়