নিজস্ব প্রতিবেদন:    উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশনের জন্য আর ফি নেবে  না রাজ্য  সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা ঘোষণা করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এর আগে কৃষি জমির  খাজনা  মকুব করেছিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ শরিকদের, ভেঙে যেতে পারে বামফ্রন্ট


লোকসভা নির্বাচনের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের  ‘মাস্টারস্ট্রোক’। কৃষিজমির খাজনা মকুব করার পর এবার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনও ফি লাগবে না।  তবে ফি মকুব  করলেও মিউটেশন করতে হবে  গ্রহিতাকে।  কৃষি  ও বসত  উভয় জমির ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।  তবে উল্লেখ্য,  বসতবাড়ি  বা  ফ্ল্যাটের ক্ষেত্রে  মিউটেশন ফি আগের মতোই দিতে হবে।


আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা বাবার


এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য। অ্যাপের নাম জমির তথ্য। মৌজা নম্বর, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানা যাবে। কোনো মামলা রয়েছে কিনা।  ফি তালিকা,  আধিকারিকদের সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে।


আরও পড়ুন, ঘোলা অগ্নিকাণ্ড : ৫ শ্রমিক জীবন্ত দগ্ধ, ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত কারখানা মালিক


এছাড়াও ২৫টি সাইবার ক্রাইম সেক্টর হচ্ছে।  বীরভূমে ৫০ একর জমিতে সোলার প্লান্ট তৈরি হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আইসিডিএস-এর নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম করা হচ্ছে।  মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, সুপার ভাইজার পোস্টে ৩৩৭৬ টি শূন্যপদে  লোক নেওয়া হবে।