Real Estate News: ঝুলিতে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! ৪০ বছরের বঙ্গজ সংস্থার বিরাট বদল...
Merlin Group Changes Logo: নতুন মোড়কে মার্লিন গ্রুপ, বদলে গেল সংস্থার চার দশকের পরিচিতি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত চার দশকেরও বেশি সময় ধরে, রিয়াল এস্টেট দুনিয়ায় নিজেদের আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে মার্লিন গ্রুপ (Merlin Group)। সোমবার বিকালে, বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে, সাংবাদিক বৈঠক করে, বড় ঘোষণা করে দিল শহরের চেনা রিয়াল এস্টেট ডেভেলপার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মার্লিন বদলে ফেলল তাদের লোগো। আধুনিক ব্র্য়ান্ডিংয়ের মোড়কে নতুন ভাবে মার্লিনের আত্মপ্রকাশ হল এদিন।
আরও পড়ুন: ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, প্রয়াত প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি
লোগো উন্মোচনের দিনে মঞ্চে ছিলেন সুশীল মোহতা (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্য়ান) ও তাঁর ছেলে সাকেত মোহতা (ম্য়ানেজিং ডিরেক্টর)। সুশীল তাঁর সংস্থার সুনাম ও ব্র্য়ান্ড বিল্ডিংয়ের প্রসঙ্গে এদিন সাংবাদিকদের বললেন, 'আমাদের গ্রাহকরা বারবার আমাদের কাছেই ফিরে আসেন। তারাই অন্য়দের রেফারেন্স হিসেবে আমাদের কথা বলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা হয়ে আসছে। আসলে আমরা ক্রেতার আঙ্গিকে দেখি। আমরা ভাবি যে, ক্রেতা কী ভাবছেন কেনার আগে, তাঁদের কী চাহিদা। সেভাবেই আমরা কাজ করি। আমরা কোয়ালিটি নিয়ে কোনও কখনও আপোস করি না। এভাবেই আমরা বছরের পর বছর ধরে নিজেদের একটি ব্র্য়ান্ড হিসেবে তৈরি করেছি। মানুষের কাছে সমাদৃত হয়েছি।' সাকেত জানালেন যে, কেন লোগো পরিবর্তনের কথা তাঁদের মাথায় এল! সুশীলপুত্র বললেন, 'দেখুন চার দশক ধরে একই লোগো ব্য়বহার করছি আমরা। পরিবর্তনশীল দুনিয়ায় একটি ব্র্য়ান্ডকে ডায়নামিক ও ক্ষিপ্র হতে হয়। যাদের নতুন যুগের কথা বলবে। প্য়ান ইন্ডিয়া উপস্থিতি ও উন্নতির কথা ভেবেই আমাদের লোগো বদল।'
সাউথ সিটি অ্য়াপার্টমেন্ট, বর্ধন মার্কেট, অ্য়াক্রোপলিস মলের মতো প্রজেক্ট রয়েছে মার্লিনের। বাংলার প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও তাদের তৈরি। শহর ছাড়িয়ে দেশেও একাধিক আবাসান তৈরি করেছে মার্লিন। বিদেশেও তারা করেছে কাজ। মার্লিনের তরফে জানানো হয়েছে যে, তারা বিদেশের প্রজেক্ট করার জন্য়ও তৈরি। তবে এখনই সংস্থা খোলসা করছে না যে, তারা আগামীতে কী করতে চলেছে! মার্লিনের আধুনিক ব্র্যান্ডিংয়ে নয়া লোগো ছাড়াও রয়েছে নতুন ওয়েবসাইট ও ডিজাইন সিস্টেম।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের ইউ টিউব লাইভ হ্যাক! বন্ধ করে দেওয়া হল লাইভ স্ট্রিমিং...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)