নিজস্ব প্রতিবেদন : শোভন চট্টোপাধ্যায়ের নিজের পুরনো দলে ফেরা কি আসন্ন? ভাইফোঁটা পর্বের জেরে বরফ অনেকটাই গলেছে। এবার বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও সম্ভবত শোভনকে ডাকা হতে পারে। সূত্রের খবর, আগামীকালের বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ও যোগ দিতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে বেরিয়ে আসছেন শোভন। এই একটা ফ্রেমের ধাক্কাতেই হই হই পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। জল্পনা তুঙ্গে ওঠে । তবে, কী ঘরের ছেলে ঘরে ফিরছেন? সম্ভাবনা আরও উস্কে দিয়ে, ঠিক তার পরপরই নিরাপত্তা বেড়েছে শোভনের। প্রাক্তন মেয়রকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবার কী তবে তৃণমূল বিধায়কদের বৈঠকে দেখা যাবে?



আগামিকাল তৃণমূল ভবনে বিধায়কদের বৈঠকে ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। এনআরসি ইস্যু থেকে অযোধ্যা রায় নিয়ে দলের রণকৌশল স্থির হতে পারে সেই বৈঠকে। আর সেই বৈঠকেই শোভন চট্টোপাধ্যায়ের ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল।  দলীয় সূত্রে খবর, তৃণমূল বিধায়কদের নিয়ে রণকৌশল বৈঠকে ডাকা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। বিজেপিতে যোগদানের পরও শোভনকে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হয়নি। এখনও তিনি তৃণমূলের বিধায়ক, তাই বিধায়কদের বৈঠকে তাঁকে আমন্ত্রণে বাধা নেই।


আরও পড়ুন, 'আমেদাবাদের মতো সন্ত্রাস চলেছে ভাটপাড়ায়', অর্জুনের থেকে পুরসভা ছিনিয়ে নিয়ে তোপ ফিরহাদের


আর শোভন? তিনি কী করবেন? কোটি টাকার প্রশ্ন এখন এটাই। দলের আমন্ত্রণ রাখবেন? বছর খানেকের দূরত্ব ঘুচিয়ে পা রাখবেন তৃণমূল ভবনে? শোভন বা তৃণমূল দুপক্ষের মুখেই কুলুপ। আর রাজনৈতিক মহলের মতে, ভাইফোঁটা পর্বের পর থেকে জল যেদিকে গড়াচ্ছে তাতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে শোভনের উপস্থিতি সময়ের অপেক্ষা। আর তা যদি হয়, রাজ্য-রাজনীতির সমীকরণে নয়া মাত্রা যোগ হতে বাধ্য। শোভন তৃণমূল বিধায়কদের বৈঠকে হাজির হলে পদ্মশিবিরের প্রতিক্রিয়া কী হয় সেদিকেও নজর থাকবে সক্কলের।