নিজস্ব প্রতিবেদন: নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকে পুরোদমে ভোটের প্রচারে নেমেছে পড়েছে তৃণমূল ও বিজেপি। কিছুটা দেরি হলেও এবার আসরে বামেরাও। সঙ্গী কংগ্রেস ও ISF। আজকের ব্রিগেডের সমাবেশ কার্যত লাল ঝাণ্ডার অস্তিত্বের লড়াই। কত লোকের জমায়েত হতে পারে? বামেদের দাবি, ব্রিগেডে 'ঐতিহাসিক' এই সমাবেশে আসবেন দশ লক্ষেরও বেশি মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১ সালের পর বাংলায় বামেদের ভোটবাক্সে রক্তক্ষরণ চলছে অবিরাম। সামনে আবার একটি বিধানসভা ভোট। কংগ্রেস ও  নবগঠিত ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF-র সঙ্গে জোট বেঁধে  লড়াইয়ের বার্তা দিতে চাইছে বাম নেতৃত্বে। এবার ব্রিগেড সম্মেলনের প্রচারে টুম্পা গান নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে লোক সমাগম দিয়ে আশাবাদী সিপিএম নেতৃত্ব। গতবার অক্সিজেন নাক লাগিয়ে ক্ষণিকে জন্য ব্রিগেডের মাঠে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মঞ্চে উঠেননি তিনি। এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাজির করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু বাদ সেধেছে অসুস্থতা। অসুস্থ শরীরে তাঁকে ব্রিগে়ডে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকরা। তবে সমাবেশের সাফল্য কামনা করে বার্তা দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছে লিখিত বিবৃতিতে। 


আরও পড়ুন: বাম ব্রিগেডে এসে Mamata-র শরণে RJD নেতা Tejaswi


আরও পড়ুন: 'সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না', আক্ষেপ Buddhadeb-র