নিজস্ব প্রতিবেদন:  ৮ জুলাই, জ্যোতি বসুর জন্মদিনের আগেই জ্যোতি বসুর স্মারক মিউজিয়ামের জন্য বরাদ্দ জমি হাতে পাবেন বামেরা, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জ্যোতি বসুর স্মারক মিউজিয়ামের জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীর কাছে বামেদের আবেদন। এই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে নিজের ঘরেই বাম নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে ছিলেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য।


বামেদের বেশ কয়েকটি দাবি ছিল, তা নিয়ে আলোচনা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল,  ২০১১ সালের জ্যোতি বসুর নামে যে জমি তাঁরা নিয়েছিলেন, তৃণমূল সরকার আসার পর সেবিষয়ে কোনও হস্তান্তর করা হয়নি।  


অর্থাত্ ২০১১ সালে এই জমি বরাদ্দ হলেও, তা এখনও হস্তান্তর হয়নি। বাম আমলেই নিউটাউনে ৫একর জমি কেনেন সিপিএম। ঠিক হয় ওখানে গবেষণা হবে। সেই কারণেই এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বাম নেতারা। সেখানে তাঁরা আবেদন করেন, এই জমি তাঁদের দিতে হবে। সব টাকা তাঁরা আগেই দিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র  জমির পজেশন দেয়নি সরকার।  বেশ কিছু জটিলতায় এই জমি এখনও তাঁরা হাতে পাননি।


ভাটপাড়ায় গিয়ে অর্জুন সিংয়ের গ্রেফতারের দাবি তৃণমূলের, পাল্টা চ্যালেঞ্জ সাংসদের


এনিয়ে বামেরা একাধিকবার হিডকো চেয়ারম্যান, পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলেছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।


এদিনের বৈঠকে, মুখ্যমন্ত্রী প্রথমে তাঁদের অন্য একটি জমি নেওয়ার জন্য বলেন। কিন্তু বাম নেতারা তাতে রাজি হননি। তাঁরা ওই জমিটিই চান বলে স্পষ্ট জানিয়ে দেন।


৮জুলাইয়ের আগে বামেরা সম্ভবত এই জমি পেয়ে যাবেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন।