তনুজিৎ দাস: প্রি-ওয়েডিং শুট, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী, নিজের বিশেষ দিনটাকে আকর্ষণীয় করে তুলতে কে না চায়! নতুনত্ব, বিশেষ চমক এবং মনোমুগ্ধকর পরিবেশনায় বিশেষ দিনের মাত্রা আরও বাড়াতে, কে না চায়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শৌখিন মানুষদের স্বপ্নের বেড়াজাল বুননে সাহায্য করতে এগিয়ে এসেছে নয়ডা মেট্রো (Noida Metro Rail Corporation)। এক অভিনব উদ্যোগ নিয়েছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (NMRC)। এবার থেকে, প্রি-ওয়েডিং শুট, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর জন্য ভাড়া নেওয়া যাবে নয়ডা মেট্রোর কোচ। ২০২০ সালেই এই উদ্যোগ শুরুর কথা ভেবেছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। তবে এবার সেই সুযোগ আবার তৈরি হয়েছে। নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইনে সেই সুযোগ রয়েছে। 


কোথায় দাঁড়িয়ে এই শহরের 'লাইফ লাইন' কলকাতা মেট্রো (Metro Railway, Kolkata)?


দেশের মধ্য়ে কলকাতাতেই প্রথম মাটির নীচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। কলকাতা মেট্রোতে এখনও পর্যন্ত ছবির প্রচার হতে আমরা দেখেছি। কলকাতা মেট্রোর ট্রাফিক বিভাগে যোগাযোগ করে সেই অনুমতি পাওয়া খুবই সহজ। অতিসম্প্রতি 'কিশমিশ' (Kishmish) ছবির প্রমোশন করেন অভিনেতা দেব (Dev) এবং রুক্মিনী মৈত্র। 



কিন্তু শহরের লাইফ লাইনে প্রি-ওয়েডিং শুট, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর মতো ইভেন্ট কি সম্ভব? 


Zee ২৪ ঘণ্টাকে কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক (CPRO, Metro Railway, Kolkata) রূপায়ণ মিত্র (Rupayan Mitra) বলেন, "কলকাতা মেট্রোই দেশের মধ্য়ে একমাত্র মেট্রো পরিষেবা, যা সরাসরি রেল মন্ত্রকের অধীনে। রেলের গাইডলাইন অনুযায়ী কলকাতা মেট্রোতে এখন ফিল্ম প্রমোশনের অনুমতি দেওয়া হয়। যদি গাইডলাইন মেনে প্রি-ওয়েডিং শুট, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী আয়োজনের অনুমতি দেওয়া যায়, তবে কলকাতা মেট্রো অবশ্যই আগামিদিনে তা ভেবে দেখবে।" অর্থাৎ ভবিষ্যতে কলকাতা মেট্রোতেও এই সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)