ঝুলে রইল ৪ হেভিওয়েটের ভাগ্য, বুধবার ফের নারদ-শুনানি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে
Latest Updates
আজকের মতো মামলার শুনানি শেষ। ফের শুনানি হবে বুধবার।
শুধুমাত্র একটা চিঠির ভিত্তিতে জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের কথা শোনা হয়নি। ৪০৭ ধারায় কিভাবে জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়া যায়!! : অভিযুক্তপক্ষের আইনজীবী
চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে নিম্ন আদালতের নির্দেশনামা আমরা দেখেছি: হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
CRPC-র ৪০৭ নম্বর ধারায় বিস্তৃ ক্ষমতা রয়েছে। তার কাজ নিম্ন আদালতের জামিন খারিজ করা কিনা সেটা নিয়েও বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। আপনারা শুধু সেদিন ঘটনাক্রম ব্যাখ্যা করে আদালতে এসেছিলেন, CBI-র আইনজীবীকে বললেন বিচারপতি।
আপনি বলতে চাইছেন, সেদিন ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশ না দেখেই অর্ডার দিয়েছে?, অভিযুক্তের পক্ষের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। উত্তরে অভিষেক মনু সিংভির জবাব, 'না, দেখেনি'।
সাত বছর ধরে আপনারা অভিযুক্তদের গ্রেফতার করলেন না। এবার তাঁদের গ্রেফতার করলেন। তারপর তাঁরা জামিন পেলেন। আপনাদের জামিনের বিরোধিতায় ব্যস্ততা কেন!,CBI-র আইনজীবীকে বললেন বিচারপতি।
জামিনের ওপর স্থগিতাদেশের মামলায় আমাদের কথা শোনা হয়নি: অভিষেক মনু সিংভি
১৭ তারিখ নিম্ন আদালতে জামিন পাওয়ার পর হাইকোর্টের নির্দেশে অভিযুক্তেরা মুক্তি পেলেন না। তাঁদের জামিন দেওয়া হবে কিনা, সেটাই মেগা ইস্যু: অভিষেক মনু সিংভি
CBI অফিসারদের এসকর্ট করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। ভার্চয়ালিটা শুনানিটা CBI-র ইচ্ছা : রাজ্যের সলিটিসর জেনারেল
মামলাটি এখানে নিয়ে এলে জামিনের মামলাটা চলে আসবে: তুষার মেহেতা
নিম্ন আদালতে মামলাটি কি অবস্থায় আছে? আপনারা কি চাইছেন, ৪ অভিযুক্তের জামিনের মামলাটা ও আমরা শুনব?: বিচারপতি
আমরা আদালতের কাছে এটাও বলেছি, মামলাটি এখানে নিয়ে আসা হোক: তুষার মেহেতা
সোমবার আপনারা আবেদন করলেন। মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা বাধা দিয়েছিলেন। তাই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। তাই তো?, CBI-র আইনজীবীদের কাছে জানতে চাইলেন বিচারপতি।
সোমবার সিবিআই কি আবেদন করেছিলেন? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীকে পাল্টা প্রশ্ন বিচারপতির
সিবিআই অফিসের বাইরের ভয়ানক পরিস্থিতি ছিল। এর পর আমরা ৪০৭ নম্বর ধারা অনুযায়ী স্থানান্তরের করার আবেদন করা হয় হাইকোর্টে। যেটা মেইল করে এবং মৌখিক ভাবে আবেদন করা হয়েছিল: তুষার মেহতা
মুখ্যমন্ত্রী নিজে সিবিআই অফিসে ছিলেন। বাধ্য হয়ে সিবিআই ভাচুয়ালি অভিযুক্তদের হাজির করার আবেদন করা হয়। সশরীরে কেস ডায়েরি নিয়ে যেতে পারেননি: তুষার মেহতা
সিবিআই অফিসের বাইরে বিশাল মানুষের জমায়েত। অভিযুক্তদের আদালতে হাজির করা যায়নি। দুজন রাজ্যের মন্ত্রী আদালতে হাজির ছিলেন: তুষার মেহতা