বৃহত্তর বেঞ্চে নারদ শুনানি, মামলায় রাজ্যকে `পার্টি` করার অনুমতি হাইকোর্টের
Latest Updates
আজকের মতো মামলার শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামীকাল অর্থাত্ শুক্রবার দুপুর বারোটায়। কে কোন বিষয়ে সওয়াল করবে? সবপক্ষ নোট দেওয়ার নির্দেশ আদালতের।
অন্য রাজ্যে স্থানান্তরের মামলাও শোনা যাচ্ছে। মির্জাকেও পার্টি করা দরকার: ভারপাপ্ত প্রধান বিচারপতি
জামিনে স্থগিতাদেশ দেওয়া হলে, ২ সপ্তাহের মধ্যে পুর্নবিবেচনার মামলা শুনতে হয়। আগে সেটাই শোনা হোক: অ্যাডভোকেট জেনারেল।
এই মামলায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে কেন পার্টি করা হল না? প্রশ্ন অভিযুক্তপক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
প্রথমে জামিনে স্থগিতাদেশে নির্দেশ পুর্নবিবেচনার মামলার শুনানি হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
পুরো বিষয়টি আমাদের সামনে। দেখতে হবে, গ্রেফতারি আইনত ছিল নাকি বেআইনি। সেকারণে বিষয়টিকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কাছে তথ্য থাকতে হবে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়
এটা কোনও সাধারণ মামলা নয়। শুধু জামিনের মামলাও নয়। আদালত যদি জামিন মঞ্জুর করে, তাহলে পুরো মামলাটারই নিষ্মত্তি হয়ে যাবে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মজুমদার
লকডাউনের জন্য আমরা সবাই গৃহবন্দি: হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
মামলা আরও ৪-৫ দিন চলতে পারে। ততদিন অভিযুক্তদের হেফাজতে থাকতে হবে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মানুষের আবেগের কাছে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে না: বিচারপতি হরিশ টন্ডন
অনেক হাই প্রোফাইল মামলায় মানুষ আবেগে কেঁদে ফেলেন। তাতে কিছু বিচারক প্রভাবিত হয়েছেন, সেটা প্রমাণ করতে হবে। নইলে আপনাদের উদাহরণ বিপরীতে যেতে পারে: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
জামিনে স্থগিতাদেশ পুর্নবিবেচনার জন্য চারটে আবেদন করা হয়েছে। আপনারা মামলা স্থানান্তরের আবেদন করেছেন। আপনি মানুষের কথা বলছেন। তাঁদের সঙ্গে মামলার কি সম্পর্ক?, CBI-র আইনজীবীকে প্রশ্ন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের।
যদি ধরা হয় যে আইন মেনে গ্রেফতার হয়নি, তাও জামিন প্রক্রিয়ায় যে হুমকির মধ্যে দিয়ে চলছে, তাতে বিচার ব্যবস্থার ওপর মানুষের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না!: তুষার মেহেতা
বিচারক প্রভাবিত হয়েছেন তার কোনও প্রমাণ না থাকে তাহলে আমরা কি করতে পারি?: বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি।
যদি কোনও ভাবে বিচারক প্রভাবিত হয়ে থাকেন, তাহলে সেই বিষয়টা আইনত ভাবে আমরা দেখতে পারি। কিন্তু আপনারা বিচারক নিয়ে কিছু বলবেন না, CBI-র আইনজীবীকে বললেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়।
জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরিতে আদালত পদক্ষেপ না নিলে আগামী দিনেও এমন হবে। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে যাবে: তুষার মেহেতা
এই মামলায় রাজ্যকে পার্টি করার অনুমতি দিল হাইকোর্ট : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
রাজ্যে ইয়াস ঝড়ে কোনও ক্ষয় ক্ষতি হয়েছে কিনা, তা অভিযুক্তপক্ষের আইনজীবীর কাছে জানতে চাইলেন CBI-র আইনজীবী।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে মামলার পার্টি বা যুক্ত করেছিল সিবিআই। কিন্তু হাইকোর্টের যে আবেদন করেছে তাতে রাজ্যকে পার্টি করতে সমস্যা কোথায়!: অ্যাডভোকেট জেনারেল
সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল সিবিআই। সেটা খারিজ হয়ে গিয়েছে: অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।