দিনভর সওয়াল-জবাব, হাইকোর্টে শেষ হল নারদ মামলার শুনানি
Latest Updates
শুনানি আজকের মত শুনানি শেষ। ফের শুনানি হবে আগামীকাল অর্থাত্ বৃহস্পতিবার দুপুর ২ টায় শুনানি হবে।
আইনমন্ত্রী নিম্ন আদালতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু স্রেফ মন্ত্রীই নন, তিনি বিধায়কও। তাহলে এই ঘটনাকে অস্বাভাবিক ভাবে দেখব কেন?: সিংভি
মানছি, সহকর্মী। কিন্তু মুখ্যমন্ত্রী তো অল্প সময়ের জন্য় যাননি। ৫-৬ ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? কেন শুনানি চলাকালীন নিম্ম আদালতে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী?, পাল্টা প্রশ্ন বিচারপতির
মুখ্যমন্ত্রীর জন্য অশান্তি হয়নি। বরং তিনি এবং অন্য বিধায়কেরা অশান্তির বিরোধিতা করেছেন। কর্মীদের বারবার শান্ত হতে বলছেন: অভিষেক মনু সিংভি
ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল। সিবিআই-কে ভয় দেখানোর জন্য় প্রচুর সংখ্যক দুষ্কৃতী ছিল। অনেক মন্ত্রী কোর্ট চত্বরে হাজির ছিলেন। এমনকী, আইনমন্ত্রী নিজে আদালতে উপস্থিত ছিলেন। এটা বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করার কৌশল: তুষার মেহেতা
আগামীতে কেউ গ্রেফতার হলে এমনই হবে। এঁরা সকলেই প্রভাবশালী: CBI আইনজীবী
সিবিআই আধিকারিকদের হুমকি দেওয়া হয়েছিল। এমন অবস্থা হয় যে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করানো যায়নি: তুষার মেহেতা
অভিযুক্তদের ভার্চুয়ালি কোর্টে পেশ করতে হয়েছিল। এত সংখ্যায় জমায়েত ছিল: তুষার মেহেতা
সিবিআই আধিকারিকরা বাইরে বেরোতে পারেননি। অফিসের বাইরে বিশাল জমায়েত ছিল। সবাইকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। CM নিজে ৬ ঘণ্টা ধর্ণায় বসেছিলেন: তুষার মেহতা
সেদিনের ঘটনা নজিরবিহীন: তুষার মেহতা
বিক্ষোভকে যেভাবে দেখানো হচ্ছে, তা ঠিক নয়: সিংভি
সেদিনের বিক্ষোভ সম্পূর্ণ পরিকল্পিত ছিল: CBI আইনজীবী
অভিযুক্তদের না জানিয়ে মামলা করা হয়েছে। নানা কৌশলে অভিযুক্তদের জেলে ঢোকার চেষ্টা হচ্ছে: অভিষেক মনু সিংভি।
করোনাকালে তাঁদের জেলে রাখা কি জরুরি: বিচারপতি
অভিযুক্তেরা তদন্তে অসহযোগিতা করছে, এমন অভিযোগ কি আছে?: বিচারপতি
প্রভাবশালী নেতাদের সুবিধা দিতে আইনের ক্ষতি করা হয়েছে: তুষার মেহতা
সেদিনের পরিস্থিতি 'এক্সট্রা অর্ডিনারি' ছিল: তুষার মেহতা
মানুষের চাপের অভিযোগ ছিল, তাই স্থগিতাদেশ: বিচারপতি
গ্রেফতারির পর যা হয়েছে, তা নজিরবিহীন, এই প্রথম: তুষার মেহতা
ন্যায় বিচারে বাধা দেওয়া হচ্ছে: CBI আইনজীবী
হাইকোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে, এই অবস্থায় তদন্তে বাধা দেওয়া হচ্ছে: CBI আইনজীবী
করোনা পরিস্থিতিতে জেল জরুরি? আদালতের প্রশ্ন
কোভিড বিধির ভঙ্গের যুক্তিতে মামলা স্থানান্তর ঠিক হবে না।
৫ বছর পর মনে পড়ল মামলার কথা।
হাইকোর্টে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি।